Fdisk কি? CD-ROM ড্রাইভের ব্যবহার লিখ।

 Fdisk হলো হার্ডডিস্ক ড্রাইভকে কাজের উপযোগী করে তোলার লক্ষ্যে প্রাথমিক কার্য সম্পাদনের জন্য একটি গুরুত্বপূর্ণ কমান্ড। অর্থাৎ Hard disk এর কোনো বিশেষ অংশে কোনো Particular operating system এর File system ধারণ করার জন্য উপযোগী করে তোলার লক্ষ্যে প্রযোজ্য গুরুত্বপূর্ণ একটি কমান্ড।

CD-ROM ড্রাইভ এর ব্যবহার।

কম্পিউটারে ফ্লপি ডিস্ক (Floppy Disk) ও হার্ড ডিস্ক (Hard Disk) ছাড়া স্থায়ীভাবে তথ্য সংরক্ষণের জন্য সিডিরম (CD-ROM) ব্যবহার করা হয়। সিডিরম এর পূর্ণাঙ্গ রূপ হলো— “কমপ্যাক্ট ডিস্ক রিড অনলি মেমোরি” (Compact Disk Read Only Memory)। এ ধরনের ডিস্ক ব্যবহারের জন্য কম্পিউটারে আলাদা ড্রাইভ থাকে, যাকে সিডি ড্রাইভ বলা হয়। সাধারণত সিডি ডিস্কের ধারণক্ষমতা ৬৫০ মেগাবাইটের বেশি। অর্থাৎ ডিমাই সাইজের সাড়ে তিন লাখ পৃষ্ঠায় যে পরিমাণ লেখা থাকতে পারে, ৬৫০ মেগাবাইট ধারণক্ষমতা সম্পন্ন একটি সিডি তার সবটুকু ধারণ করতে পারে।

*

إرسال تعليق (0)
أحدث أقدم