ক্যাশ মেমোরি এবং ভার্চুয়াল মেমোরির মধ্যে পার্থক্য কি?

 ক্যাশ মেমোরি এবং ভার্চুয়াল মেমোরির মধ্যে পার্থক্য নিম্নে দেওয়া হলোঃ

ক্যাশ মেমোরি

১. ক্যাশ মেমোরি একটি ফিজিক্যাল মেমোরি।

২. সিপিইউ ও প্রধান মেমোরির মাঝে এ মেমোরির অবস্থান।

৩. ডেটার প্রয়োজন হলে প্রসেসর প্রথমে এ মেমোরিতে খোঁজ করে।

৪. ডেটা অ্যাক্সেস গতি তুলনামূলকভাবে অনেক দ্রুত।

৫. অতি প্রয়োজনীয় ডেটাসমূহ এ মেমোরিতে অবস্থান করে।

৬. ধারণক্ষমতা কম।

৭. ক্যাশ মেমোরি দুই প্রকার। যথা- ইন্টারনাল ক্যাশ ও এক্সটারনাল ক্যাশ।

ভার্চুয়াল মেমোরি

১. ভার্চুয়াল মেমোরি একটি লজিক্যাল মেমোরি।

২. হার্ডডিস্কের যে জায়গাটি প্রধান মেমোরি হিসাবে বিবেচিত সে জায়গাটিই মূলতঃ ভার্চুয়াল মেমোরি।

৩. ক্যাশ মেমোরিতে ডেটা না পেলে প্রসেসর ভার্চুয়াল মেমোরিতে খোঁজ করে।

৪. ডেটা অ্যাক্সেস গতি অনেক কম।

৫. অপেক্ষাকৃত কম প্রয়োজনীয় ডেটাসমূহ এ মেমোরিতে অবস্থান করে।

৬. ধারণক্ষমতা বেশি। ব্যবহারকারী কর্তৃক নির্দিষ্ট যায়।

৭. ভার্চুয়াল মেমোরিতে এ ধরনের কোন শ্রেণীবিভাগ নেই।

*

إرسال تعليق (0)
أحدث أقدم