বাক্য কি? ভাব প্রকাশের দিক থেকে বাক্য কত প্রকার ও কি কি?

 শব্দের পর শব্দ সাজিয়ে বাক্য তৈরি হয়। সাজানো শব্দগুলো দ্বারা মনের ভাব সম্পূর্ণরুপে প্রকাশ পেতে হবে। মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ না পেলে বাক্য হবে না। কতকগুলো শব্দ পাশাপাশি বসে মনের ভাব সম্পূর্ণরপে প্রকাশ করলে, তাকে বাক্য বলে। যেমন– আমি ভাত খাই, সে স্কুলে যায়, মিনা গান গায় ইত্যাদি।


ভাব প্রকাশের দিক থেকে বাক্য কত প্রকার ও কি কি?


ভাব প্রকাশের দিক থেকে বাক্য পাঁচ প্রকার। যথাঃ

(ক) বিবৃতিমূলক বাক্য,

(খ) প্রশ্নবোধক বাক্য,

(গ) অনুজ্ঞাসূচক বাক্য,

(ঘ) ইচ্ছাসূচক বাক্য ও

(ঙ) বিষ্ময়সূচক বাক্য।

ক. বিবৃতিমূলক বাক্য : যে বাক্য দ্বারা সাধারণভাবে কোনো কিছু বর্ণনা করা হয়, তাকে বিবৃতিমূলক বাক্য বলে। যেমনঃ গাভী দুধ দেয়।

খ. প্রশ্নবোধক বাক্য : যে বাক্য দ্বারা প্রশ্ন করা বুঝায়, তাকে প্রশ্নবোধক বাক্য বলে। যেমনঃ তোমার নাম কী?

গ. অনুজ্ঞাসূচক বাক্য : যে বাক্য দ্বারা আদেশ, অনুরোধ, উপদেশ ইত্যাদি প্রকাশ পায়, তাকে অনুজ্ঞাসূচক বাক্য বলে। যেমনঃ এখন পড়তে যাও।

ঘ. ইচ্ছাসূচক বাক্য : যে বাক্যের দ্বারা বক্তর মনের ইচ্ছা বা কামনা প্রকাশ পায় তাকে প্রার্থনাসূচক বাক্য বলে। যেমন: ঈশ্বর তোমার মঙ্গল করুন। ছেলেটা সুস্থ হয়ে উঠুক। জীবনে অনেক বড় হও।

ঙ. বিস্ময়সূচক : যে বাক্য দ্বারা মনের আকস্মিক আবেগ, সুখ, দুঃখ, হাসি, কান্না ইত্যাদি প্রকাশ করা হয়, তাকে বিস্ময়সূচক বাক্য বলে। যেমনঃ হুররে! আমরা খেলায় জিতেছি। বাহ! কী সুন্দর পাখি।


*

إرسال تعليق (0)
أحدث أقدم