সকর্মক ক্রিয়া : যে ক্রিয়ার কর্ম আছে, তাকে সকর্মক ক্রিয়া বলে। যেমন– শিলা ভাত খায়, নীলা স্কুলে যায় ইত্যাদি।
অকর্মক ক্রিয়া : যে ক্রিয়ার কর্ম নেই, তাকে অকর্মক ক্রিয়া বলে। যেমন, সাবিনা পড়ে, নীলা ঘুমায় ইত্যাদি।
দ্বিকর্মক ক্রিয়া : যে ক্রিয়ার দুটি কর্মপদ থাকে, তাকে দ্বিকর্মক ক্রিয়া বলে। দ্বিকর্মক ক্রিয়ার একটি মুখ্য কর্ম ও একটি গৌণকর্ম থাকে। যেমন– মা আমাকে ১০টি টাকা দিয়েছে-এই বাক্যে ‘টাকা’ মুখ্যকর্ম এবং ‘আমাকে’ গৌণকর্ম।
প্রযোজক ক্রিয়া : কর্তার যে ক্রিয়া অন্যকে দিয়ে করানো বোঝায় তাকে প্রযোজক ক্রিয়া বলে। যেমন– শিক্ষক ছাত্রকে অংক দেখাচ্ছেন।