দ্বিরুক্ত শব্দ কাকে বলে? দ্বিরুক্ত শব্দ কত প্রকার ও কি কি?

 শব্দ বা পদ বা অনুকার শব্দ দুবার ব্যবহৃত হয়ে অর্থের সম্প্রসারণ ঘটালে তাকে দ্বিরুক্ত শব্দ বলে। যেমনঃ জ্বর জ্বর, ফিরে ফিরে ইত্যাদি।


দ্বিরুক্ত শব্দের প্রকারভেদ

দ্বিরুক্ত শব্দ মূলত তিন প্রকার। যথা :

ক. শব্দের দ্বিরুক্তি

খ. পদের দ্বিরুক্তি এবং

গ. অনুকার/ধ্বন্যাত্মক দ্বিরুক্তি।

ক. শব্দের দ্বিরুক্তি : একই শব্দ দুবার ব্যবহারকে শব্দের দ্বিরুক্তি বলে। যেমন : ভালো ভালো ফল, ফোঁটা ফোঁটা পানি, বড় বড় দালান ইত্যাদি।

খ. পদের দ্বিরুক্তি : একই পদ দুবার ব্যবহার হলে তাকে পদের দ্বিরুক্তি বলে। যেমন : ঘরে ঘরে, দেশে দেশে, মনে মনে ইত্যাদি।

গ. অনুকার দ্বিরুক্তি : কোনো কিছুর ধ্বনি, ডাক, আওয়াজ ও কাল্পনিক অনুকৃতিবিশিষ্ট শব্দের রূপকে অনুকার দ্বিরুক্তি বলে। যেমন : মিউমিউ, ঘেউঘেউ, টাপুর টুপুর ইত্যাদি।

*

إرسال تعليق (0)
أحدث أقدم