এপ্লিকেশন সফটওয়্যার কাকে বলে ?

 যেসব সফটওয়্যার গুলো কেবল বিশেষ ধরণের একটি নির্দিষ্ট ও সিঙ্গেল (single) কাজ করার ক্ষেত্রে তৈরি করা হয়, সেই সফটওয়্যার গুলোকেই বলা হয় এপ্লিকেশন সফটওয়্যার।

এটাকে সাধারণ ভাবে, একটি program বা collection of programs বলা যেতে পারে, যেটাকে end user এর দ্বারা ব্যবহার করা হয়।

এমনিতে বলতে গেলে, এমন প্রত্যেক সফটওয়্যার যেগুলো একটি “system software” ও নয় এবং “programming software” ও নয়, একটি application software.

সহজ ভাবে এগুলোকে application বা apps বলা যেতে পারে।

কিছু অধিক বেশি পরিমানে ব্যবহার করা এপ্লিকেশন সফটওয়্যার গুলো হলো,

  • Word processing software ( MS-word )
  • Spreadsheet (MS-excel)
  • Database management
  • Multimedia tools ( Video & audio player )
  • Internet browser (Google chrome)

উদাহরণ স্বরূপে,

ধরুন আপনি computer এ text এর সাথে জড়িত কিছু কাজ করার জন্য “MS-word” ইনস্টল করেছেন।

এই ক্ষেত্রে, MS-word হবে একটি “application software”.

কেননা, MS-word software ব্যবহার করে আপনি কেবল একটি বিশেষ ধরণের কাজ যেটা হলো “text editing” করতে পারছেন।

তাই, এপ্লিকেশন সফটওয়্যার কি, এর সোজা এবং সরল উত্তর এভাবে দেওয়া যেতে পারে,

“যেই সফটওয়্যারটিকে কম্পিউটারে কেবল একটি বিশেষ কাজ করার উদেশ্যে ব্যবহার করা হয়, সেই সফটওয়্যারটিকে বলা যেতে পারে এপ্লিকেশন সফটওয়্যার”.

একটি এপ্লিকেশন সফটওয়্যার আমার এবং আপনার মতো user এর সুবিধের ক্ষেত্রে তৈরি করা হয়, যেটা কেবল একটি নির্দিষ্ট কাজ করবে।

এপ্লিকেশন সফটওয়্যার এর উদাহরণ

  • MS-office (excel, power point, word)
  • Internet browser (Firefox, safari, chrome)
  • Media player ( real player, KM player, Gom player)
  • Paint
  • Photoshop

এই ধরণের কিছু বিশেষ কাজ করানোর উদ্দেশ্যে তৈরি করা সফটওয়্যার গুলোকে “application software” বলা হয়।

*

Post a Comment (0)
Previous Post Next Post