Programming language, হলো এমন কিছু computer language বা ভাষা যেগুলিকে একসাথে প্রণীত করে কিছু নির্দেশ (instructions) তৈরি করা হয়।
এবং, এই নির্দেশ (instructions) গুলোর মাধ্যমে কম্পিউটারে বিভিন্ন রকমের output আমরা পেয়ে যাই।
সোজা ভাবে বললে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হলো এমন কিছু কম্পিউটার ল্যাঙ্গুয়েজ, যেগুলোর মাধ্যমে বিভিন্ন computer applications এবং software তৈরি করা হয়।
এখানে বিভিন্ন রকমের “binary data”, “scripts”, “rules” এবং “keywords” থাকে।
এই সব ধরণের “codes” এবং “scripts” গুলোর মাধ্যমে programs গুলোকে লেখা হয়, যেগুলো computer খুব সহজেই বুঝতে পারে এবং কিছু নির্দেশিত কাজ সম্পন্ন করে।
তাই, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলোকে ব্যবহার করেই একটি সফটওয়্যার তৈরি করা হয়।
এখন যদি আপনি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর কিছু উদাহরণ জেনেনিতে চান তাহলে, C++, Java, PHP, MySQL, .NET ইত্যাদি গুলোকে উদাহরণ হিসেবে নেওয়া যেতে পারে।