ভাষা কাকে বলে? ভাষা কত প্রকার ও কি কি?

 মনের ভাব প্রকাশ করার জন্য আমরা যেসব কথা বলি, তাকে ভাষা বলে। যেমন– আমার নাম মিনা। আমি বই পড়ি। সে স্কুলে যায় ইত্যাদি। 

ভাষা প্রধানত দুই প্রকার। যথাঃ (ক) কথ্য ভাষা বা মুখের ভাষা ও (খ) লেখ্য ভাষা বা লিখিত ভাষা।

কথ্য ভাষা বা মুখের ভাষা দুই প্রকার। যথাঃ (ক) আঞ্চলিক ভাষা ও (খ) সর্বজনীন ভাষা।

লেখ্য ভাষা বা লিখিত ভাষাঃ যে ভাষায় বই-পুস্তক, চিঠি-পত্র ইত্যাদি লেখা হয় তাকে লেখ্য ভাষা বা লিখিত ভাষা বলে। লেখ্য ভাষা বা লিখিত ভাষা দুই প্রকার। যথাঃ (ক) সাধু ভাষা ও (খ) চলিত ভাষা।

নানারকম ভাষা

পৃথিবীতে বিভিন্ন দেশ ও জাতি আছে। বিভিন্ন দেশ ও জাতির মানুষ বিভিন্ন ভাষায় কথা বলে। যেমন– বাংলাদেশীদের ভাষা বাংলা, আরবদের ভাষা আরবি, চীনাদের ভাষা চাইনিজ, পাকিস্তানের ভাষা উর্দু এবং ইংরেজদের ভাষা ইংরেজি ইত্যাদি।

অনেকের মতে, পৃথিবীতে প্রায় সাড়ে তিন হাজারের মত ভাষা আছে।


*

Post a Comment (0)
Previous Post Next Post