যেসব শব্দ দিয়ে সংখ্যার ধারণা বোঝানো হয়, সেগুলোকে সংখ্যাবাচক শব্দ বলে। যেমন– এক, দুই তিন, চার ইত্যাদি।
সংখ্যাবাচক শব্দের শ্রেণিবিভাগ
সংখ্যাবাচক শব্দ চার প্রকার অর্থাৎ চারটি শ্রেণিতে বিভক্ত। যথাঃ-
- অঙ্কবাচক সংখ্যা
- পরিমাণ বা গণনাবাচক শব্দ
- পূরণবাচক বা ক্রমবাচক শব্দ
- তারিখবাচক শব্দ।