বাচ্য কাকে বলে? বাচ্য কত প্রকার ও কি কি?

 বাক্যের বিভিন্ন ধরনের প্রকাশভঙ্গিকে বাচ্য বলে। বাচ্য তিন প্রকার। যথা :

কর্তৃবাচ্য

কর্মবাচ্য

ভাববাচ্য

১. কর্তৃবাচ্য : যে বাক্যে কর্তার অর্থ প্রাধান্য রক্ষিত হয় এবং ক্রিয়াপদ কর্তার অনুসারী হয়, তাকে কর্তৃবাচ্য বলে।

২. কর্মবাচ্য : যে বাক্যে কর্মের সঙ্গে ক্রিয়ার সম্বন্ধ প্রধানভাবে প্রকাশিত হয়, তাকে কর্মবাচ্য বলে।

৩. ভাববাচ্য : যে বাচ্যে কর্ম থাকে না এবং বাক্যে ক্রিয়ার অর্থই বিশেষভাবে ব্যক্ত হয়, তাকে ভাববাচ্য বলে।

*

إرسال تعليق (0)
أحدث أقدم