এসএসডি (SSD) বা সলিড স্টেড ডিভাইস কি?

 এসএসডি (SSD) বা সলিড স্টেড ডিভাইস হলো এক ধরনের হালকা অধিক ধারণক্ষমতা সম্পন্ন স্টোরেজ ডিভাইস। এতে ডেটা সংরক্ষণের জন্য ফ্লাশ মেমোরি ব্যবহার করা হয়। এর ডেটা ট্রান্সফার রেট অনেক বেশি। কম্পিউটার, ডিজিটাল ডিভাইস, মোবাইল ও মিডিয়া প্লেয়ারে এসএসডি (SSD) ব্যবহার করা হয়। বর্তমানে হার্ডডিস্কের বিকল্প হিসাবে এসএসডি (SSD) ডিভাইস জনপ্রিয় হয়ে উঠছে।

এসএসডি (SSD) এর সুবিধাসমূহ

১. ডেটা ট্রান্সফার রেট অনেক বেশি। ৮০ থেকে ১০০ MBps।

২. অ্যাকসেস সময় ০.১ মিলিসেকেন্ড যা হার্ডডিস্ক থেকে ৮০ গুণ বেশি।

৩. কম বিদ্যুৎ শক্তির প্রয়োজন হয়।

৪. আয়ুস্কাল ৫০ বছর বলে এর প্রস্তুতকারীরা দাবি করেন।

*

Post a Comment (0)
Previous Post Next Post