MrJazsohanisharma

পদাশ্রিত নির্দেশক কাকে বলে? পদাশ্রিত নির্দেশক এর অপর নাম কি?

 বিশেষ্য বা বিশেষণ পদকে বিশেষভাবে নির্দেশ করার জন্য যেসব শব্দ বা শব্দাংশ অর্থাৎ অব্যয় বা প্রত্যয় ব্যবহৃত হয়, তাদের পদাশ্রিত নির্দেশক বলে। যেমন : টা, টি, টুক, টুকু, টুকুন, খান, খানা, গাছ, গাছা, গাছি ইত্যাদি।


পদাশ্রিত নির্দেশকের অপর নাম পদাশ্রিত অব্যয়।

*

Post a Comment (0)
Previous Post Next Post