স্প্রেডশিট প্রোগ্রাম কি? স্প্রেডশিট পরিসংখ্যান কাজকে কিভাবে সহজ ও নির্ভূল করেছে- ব্যাখ্যা করো।

 স্প্রেডশিট হলো এক ধরনের কম্পিউটার প্রোগ্রাম। এটিকে কখনো কখনো ওয়ার্ক বুক বলা হয়। একে একটি রেজিস্টার খাতার সাথে তুলনা করা যেতে পারে। একটি রেজিস্টার খাতায় যেমন অনেকগুলো পৃষ্ঠা থাকে, তেমনি একটি ওয়ার্কবুকে অনেকগুলো ওয়ার্কশিট থাকে। একেটা ওয়ার্কশিটে বহু সংখ্যক সারি ও কলাম থাকে। কলামগুলোকে A, B, C... নাম দিয়ে এবং সারিগুলোকে ইংরেজি 1, 2, 3... দিয়ে এবং  নির্দেশিত থাকে। ছোট ছোট ঘরগুলোকে বলা হয় সেল (Cell)। একটি ওয়ার্কশিটে অসংখ্য সেল থাকে। ওয়ার্কশিটে কোনোকিছু লিখতে হলে তা সেলে লিখতে হয়।

পরিসংখ্যাণ কাজে স্প্রেডশিট : স্প্রেডশিটের সবচেয়ে বেশি ব্যবহারিক ক্ষেত্রে হলো পরিসংখ্যানিক কাজ। পরিসংখ্যান কাজে বিভিন্ন তথ্য ও উপাত্তের যোগফল,  গড়, মোট, সংখ্যার সংখ্যা, সর্ববৃহৎ ও সর্বনিম্ন সংখ্যা ছাড়াও পরিমিত ব্যবধান এবং ভেদাংক ইত্যাদি বের করতে হয়। এ সকল কাজ করতে স্প্রেডশিটে বিভিন্ন ধরনের ফাংশন যেমন : যোগফল এর জন্য SUM, সর্ববৃহৎ সংখ্যার জন্য MAX, গড়ের জন্য Average, সর্বনিম্ন এর জন্য MIN, মোট সংখ্যার রেঞ্জ বের করতে Count, ভেদাংকের জন্য VAR ফাংশনসমূহ ব্যবহার করা যায়। ফলে পরিসংখ্যানের কাজ সহজ ও নির্ভূল হয়।

*

إرسال تعليق (0)
أحدث أقدم