সমস্যমান পদ, সমস্তপদ, ব্যাসবাক্য, পূর্বপদ এবং পরপদ কাকে বলে?

 সমস্যমান পদ : যে যে পদ মিলে সমাস হয়, তাদের প্রত্যেককে সমস্যমান পদ বলে। যেমনঃ ভাই ও বোন = ভাইবোন। এখানে ‘ভাই’ ও ‘বোন’ সমস্যমান পদ।

সমস্তপদ : সমাস করলে যে পদ সৃষ্টি হয়, তাকে সমস্তপদ বলে। যেমনঃ লেখা ও পড়া = লেখাপড়া।

ব্যাসবাক্য : সমাসের অর্থ সম্পূর্ণ বুঝানোর জন্য পূর্বপদ এবং পরপদের মধ্যে যে শব্দ বা শব্দ সমষ্টি ব্যবহৃত হয়, তা-সহ সম্পূর্ণ বাক্যটাকেই ব্যাসবাক্য বলে। যেমনঃ সুখ ও দুঃখ = সুখদুঃখ। এখানে ‘সুখ ও দুঃখ’ বাক্যটা ব্যাসবাক্য।

পূর্বপদ : সমাসের প্রথম পদকে পূর্বপদ বলে। যেমনঃ কাগজ ও কলম = কাগজ কলম। এখানে ‘কাগজ’ পূর্বপদ।

পরপদ : সমাসের শেষের পদকে পরপদ বলে। যেমনঃ কাগজ ও কলম = কাগজ কলম। এখানে ‘কলম’ পরপদ।

*

Post a Comment (0)
Previous Post Next Post