মাইক্রোসফট এক্সেস সফটওয়্যার সম্পর্কে লেখ।

 কম্পিউটারে ডেটাবেজের কাজ করার অন্যতম মাধ্যম হলো মাইক্রোসফট এক্সেস সফটওয়্যার (microsoft access software)। এটি মাইক্রোসফট কর্পোরেশনের তৈরি জনপ্রিয় একটি ডেটাবেজ সফটওয়্যার। মাইক্রোসফট কর্পোরেশন ১৯৯২ সালে প্রথম এটি বাজারজাত করে। এটি আকারের দিক থেকে ছোট প্রোগ্রাম হলেও কাজের ক্ষমতার ক্ষেত্রে শক্তিশালী একটি প্রোগ্রাম। ব্যাংক বীমা, ডিপার্টমেন্টাল স্টোর, বড় হাসপাতাল ইত্যাদিতে ব্যবহৃত ডেটাবেজ সংরক্ষণ, অ্যানালাইসিস, হিসাবরক্ষণ ইত্যাদিতে ব্যবহার করার জন্য এক্সেস সত্যিই জনপ্রিয়, শক্তিশালী, সংরক্ষিত একটি প্রোগ্রাম। অন্যান্য ডেটাবেজ প্রোগ্রাম, যেমন– ডিবেজ, ফক্সপ্রো, ফক্স বেজ, সাইবেজ ইত্যাদি ডেটাবেজ প্রোগ্রামের তুলনায় এক্সেস এখন জনপ্রিয়।


মাইক্রোসফট এক্সেস প্রোগ্রাম চালু করার কৌশল

মাইক্রোসফট এক্সেস প্রোগ্রাম চালু করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন–


  • স্ক্রিনের নিচের দিকে বাম কোনে Start বোতামের উপর মাউস পয়েন্টার দিয়ে ক্লিক করুন, তাহলে একটি মেনু বা তালিকা আসবে।
  • তারপর এ মেনুর All Programs এর উপর মাউস নিয়ে যান তাহলে আর একটি মেনু পাবেন।
  • এবার এ মেনু তালিকা থেকে মাইক্রোসফট অফিস মেনুতে ক্লিক করলে আর একটি মেনুতে মাইক্রোসফট অফিস এর প্রোগ্রামগুলোর তালিকা পাবেন।
  • সবশেষে এ তালিকা থেকে মাইক্রোসফট অফিস এক্সেস এর উপর ক্লিক করুন তাহলে মাইক্রোসফট অফিস এক্সেস (Microsoft Office Access) ওপেন হয়ে যাবে।

*

إرسال تعليق (0)
أحدث أقدم