এম এস ওয়ার্ড বা মাইক্রোসফট ওয়ার্ড কি?

এম এস ওয়ার্ড বা মাইক্রোসফট ওয়ার্ড হচ্ছে একটি ওয়ার্ড প্রসেসিং প্যাকেজ প্রোগ্রাম। এম এস ওয়ার্ড আমেরিকার বিখ্যাত মাইক্রোসফট কর্পোরেশন কর্তৃক উদ্ভাবিত এবং বাজারজাতকৃত। উইন্ডোজ ভিত্তিক এই প্যাকেজ প্রোগ্রামটি ওয়ার্ড প্রসেসিং এর কাজে ব্যবহৃত হয়। এম এস ওয়ার্ড দিয়ে চিঠিপত্র বা বিভিন্ন প্রকার লেখালেখি ছাড়াও ড্রয়িং এর কাজ করা যায়। এটি উইন্ডোজ সিস্টেমের জন্য তৈরি বলে এতে কাজ করার জন্য কমান্ড মুখস্ত না রেখে শুধু আইকোন বা মেনুতে মাউসে ক্লিক করে কাজ করা যায়। এছাড়া এম এস ওয়ার্ড ব্যবহার করে বাংলাতে মুদ্রণের সব ধরনের কাজ করা যায়। এম এস ওয়ার্ডের বিভিন্ন সংস্করণ বা ভার্সন রয়েছে।

*

Post a Comment (0)
Previous Post Next Post

Search Ads