এডোবি ফটোশপ (Adobe Photoshop)

 এডোবি ফটোশপ (Adobe Photoshop) একটি গ্রাফিক্স ডিজাইন প্যাকেজ প্রােগ্রাম। এই প্যাকেজ প্রোগ্রামটি মার্কিন যুক্তরাষ্ট্রের Adobe Systems কর্তৃক বাজারজাত করা হয়। ১৯৮৮ সালে থমাস (Thomas) এবং জন নোল (John Knoll) এটি প্রথম তৈরি করেন। এটি মূলত উইন্ডোজ (Windows) এবং ম্যাক অপারেটিং সিস্টেম (OS X) এর জন্য তৈরি করা হয়।

ফটোশপ হচ্ছে একটি ফটো এডিটিং সফটওয়্যার যার দ্বারা যে কোন ধরনের আলােকচিত্র ডিজিটালরূপে পরিবর্তন করা যায়। এটি ফটো বা ছবি এডিটিং এর জনপ্রিয় একটি সফটওয়্যার।


ফটোশপের গুরুত্ব

ফটোশপের রয়েছে অসংখ্য বৈশিষ্ট্য বা ফিচার, যেগুলো ব্যবহার করে আপনি বিভিন্ন ধরনের নকশা তৈরি, ছবিতে নতুন বৈশিষ্ট্য যোগ করা, ব্যাকগ্রাউন্ড পরিবর্তন, অসংখ্য রংয়ের সংমিশ্রণ দিয়ে ছবিকে আকর্ষনীয় করে তুলতে পারবেন। তাই বলা যায় দৈনন্দিন জীবনে ফটোশটের গুরুত্ব অনেক বেশি। নিচে ফটোশপের গুরুত্ব তুলে ধরা হলো:

ফটোশপ হচ্ছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফটো বা চিত্র এডিটিং সফটওয়্যার।

ফটোশপের রয়েছে অসংখ্য ফিচার, যেগুলো ব্যবহার করে বিভিন্ন ধরনের নকশা তৈরি, ছবি সংযোজন, বিয়োজন, ছবির কোন অংশ কেটে ফেলা, ছবিতে ইফেক্ট সংযোজন করা, ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন, বিভিন্ন ধরনের রং ব্যবহার করে ছবিকে আকর্ষনীয় করে তােলাসহ বিভিন্ন ধরনের কাজ করা যায়।

বিভিন্ন প্রোগ্রামার, ডিজাইনাররা তাদের প্রজেক্ট বা ছবির কাজগুলো ফটোশপের মাধ্যমে সম্পন্ন করতে পারেন।

ফটোগ্রাফাররা ছবি তোলার পর সেগুলোকে আকর্ষনীয় করে তােলেন ফটোশপের মাধ্যমে।

প্রফেশনাল ব্যক্তিরা ফটোশপ ব্যবহার করে স্বাচ্ছন্দ্যবোধ করেন, কারণ ফটোশপের মাধ্যমে পত্রিকা, বিজ্ঞাপন তৈরি, বইয়ের প্রচ্ছদ তৈরি, লিফলেট, পোষ্টার তৈরিসহ যাবতীয় ডিজাইনের কাজ করা যায়।

যারা শখের বশে নিজের মোবাইল দিয়ে ছবি তোলেন তারা ছবিগুলোকে ফটোশপের মাধ্যমে বিভিন্ন রং ব্যবহার করে অথবা ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে ফটোগুলোকে আকর্ষনীয় করে তোলেন।

উপরের আলোচনা থেকে বুঝা যায় ফটোশপের গুরুত্ব অপরিসীম।

*

Post a Comment (0)
Previous Post Next Post

Search Ads