জব কন্ট্রোল প্রোগ্রাম কাকে বলে? ডিস্ট্রিবিউটেড অপারেটিং সিস্টেম বলতে কী বোঝায়?

 ব্যবহারিক সমস্যা সমাধানের লক্ষ্যে কম্পিউটার ব্যবহারকারী যে প্রোগ্রামের সাহায্যে কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশের সাথে যোগাযোগ স্থাপন করে তাকে জব কন্ট্রোল প্রোগ্রাম (Job Control Program) বলে। জব কন্ট্রোল প্রোগ্রাম হলো অপারেটিং সিস্টেমের সেসব রুটিন যা কোনো প্রোগ্রাম পরিচালনা করতে গিয়ে কম্পিউটারের মূল স্টোরেজ, ফাইল, ইনপুট-আউটপুট ডিভাইস ইত্যাদি অংশের মধ্যে বণ্টন করা হয়।

ডিস্ট্রিবিউটেড অপারেটিং সিস্টেম বলতে কী বোঝায়?

ডিস্ট্রিবিউটেড অপারেটিং সিস্টেম হচ্ছে একত্রে সংযুক্ত কতকগুলো প্রসেসর যা মেমোরি বা ব্লক কোনোটিই শেয়ার করে না। প্রতিটি প্রসেসরের নিজস্ব লোকাল মেমোরি থাকে যা হাইস্পিড ডাটা বা টেলিফোন লাইনের মাধ্যমে নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা করে থাকে। এটি প্রধানত তিন প্রকার।

*

إرسال تعليق (0)
أحدث أقدم