ইলাস্ট্রেটরে পেন টুল ব্যবহার করা হয় কেন?

 পেন টুল হচ্ছে ভেক্টর অবজেক্ট তৈরির প্রধানতম টুল। ইলাস্ট্রেটর জনপ্রিয় হওয়ার অন্যতম কারণ হচ্ছে পেন টুল (Pen Tool) এর ব্যবহার। পেন টুলের সাহায্যে সূক্ষ্ম ও জটিল ডিজাইন তৈরি করা যায় এবং এডিটিং এর কাজও করা যায়।


একটি সরল পাথ বা রেখার দুই প্রান্তে দুটি অ্যাংকর পয়েন্ট থাকে। প্রথম অ্যাংকর পয়েন্টকে সূচনা পয়েন্ট (Starting Point) এবং দ্বিতীয় অ্যাংকর পয়েন্টকে সমাপ্তি পয়েন্ট (End Point) বলা হয়। আবার বক্সপাথ বা বক্সরেখা (Curve Path)-এর অ্যাংকর পয়েন্টগুলোর সঙ্গে কন্ট্রোল হ্যান্ডল (Control Handle) এবং কন্ট্রোল হ্যান্ডেলের বাইরের প্রান্তে কন্ট্রোল পয়েন্ট (Control Point) থাকে। কন্ট্রোল হ্যান্ডেলের বাইরের প্রান্তে বা মাথায় অবস্থিত কন্ট্রোল পয়েন্টে ক্লিক ও ড্র্যাগ করে রেখার বক্রতা নিয়ন্ত্রণ করা হয়।

*

Post a Comment (0)
Previous Post Next Post