ডস (DOS) ও উইন্ডোজ (WINDOWS) কি? ডস ও উইন্ডোজ এর বৈশিষ্ট্য।

 ডস

DOS হলো Disk Operating System. এটি একটি বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেম। DOS-এ কাজ করতে বিভিন্ন কমান্ড মুখস্ত করতে হয়।

ডসের বৈশিষ্ট্যঃ

ডসের বৈশিষ্ট্য নিচে উল্লেখ করা হলো-

  • DOS একটি বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেম।
  • কীবোর্ড দিয়ে কমান্ড লিখে লিখে কাজ করতে হয়।
  • বিভিন্ন কমান্ড মুখস্ত করতে হয়।
  • একক ইউজার ও একক প্রসেসর সমর্থন করে।
  • সিরিয়াল প্রসেসিং অপারেটিং সিস্টেম অর্থাৎ একসাথে একাধিক প্রোগ্রাম চালনা করা যায় না।
  • গ্রাফিক্স, মাল্টিমিডিয়া, ওয়েভ ডিজাইন ইত্যাদি নিয়ে কাজ করার সুবিধা কম।


উইন্ডোজ

উইন্ডোজ হলো চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম। এ ধরনের অপারেটিং সিস্টেম ইন্টারেক্টিভ এবং অধিক ইউজার ফ্রেন্ডলি। আইকন এবং মেনু চালিত।

উইন্ডোজের বৈশিষ্ট্যঃ


উইন্ডোজের বৈশিষ্ট্য নিচে উল্লেখ করা হলো-

  • চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম।
  • আইকন ও মেনু চালিত।
  • কমান্ড মুখস্ত প্রয়োজন নেই।
  • ইন্টারেক্টিভ এবং অধিক ইউজার ফ্রেন্ডলি।
  • নিরাপত্তা ব্যবস্থা উন্নত।
  • লিনাক্সের ডকুমেন্টেশন বেশ সমৃদ্ধ।


*

Post a Comment (0)
Previous Post Next Post