যে সব এ্যাপ্লিকেশনে প্রোগ্রামের সাহায্যে কোন ডেটা লিখে সংরক্ষণ করা যায় এবং প্রয়োজন অনুসারে সংরক্ষিত ডেটাকে সাজানো বা কাজে লাগানো যায় তাকে ডেটাবেজ প্রোগ্রাম বলে। ডিবেজ (dBase), ফক্সবেজ (Fox base), ফক্সপ্রো (Foxpro), ইত্যাদি ডেটাবেজ প্রোগ্রামের উদাহরণ।