Computer Peripheral বলতে কি বুঝায়?

 Computer Peripheral বলতে ঐ সকল হার্ডওয়্যারকে বুঝায় যেগুলো কম্পিউটারের সাথে যুক্ত থেকে কম্পিউটারের কার্যপরিধি ও কার্যক্ষমতা বৃদ্ধি করে।

Computer Peripheral কে তিনভাগে ভাগ করা হয়-

১. কম্পিউটার স্টোরেজ (Computer Storage)

২. ইনপুট যন্ত্রপাতি (Input Device)

৩. আউটপুট যন্ত্রপাতি (Output Device)

কম্পিউটার স্টোরেজ (Computer Storage)


Computer Storage বলতে এমন কোনও ধরণের হার্ডওয়্যারকে বুঝায় যা ডেটা জমা করে রাখে। কম্পিউটার স্টোরেজ ডিভাইস গুলোর নাম হল:

১. মেমোরি কার্ড (Memory Card)

২. ইউএসবি ফ্লাশ মেমোরি (USB Flash Memory)

৩. এক্সটার্নাল অপটিক্যাল ড্রাইভ (External Optical Drive)

৪. জিপ ড্রাইভ (Zip Drive)

৫. মিডিয়া ডিভাইস (Media Device)

Input Device

কম্পিউটারে কাজ করার জন্য যে সকল তথ্য প্রদান করা হয় তাদের বলা হয় ইনপুট। কম্পিউটারে ইনপুট প্রদানের জন্য বিভিন্ন ধরণের যন্ত্র ব্যবহার করা হয়। এসকল যন্ত্রকে বলা হয় Input Device। যেমনঃ Keyboard, Mouse, Scanner, Microphone, Joystick, Graphics Tablet, Webcam, Digital Camera, OMR, OCR, Barcode Reader ইত্যাদি।

Output Device

কম্পিউটারের কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ ইউনিট প্রাপ্ত ইনপুটকে ব্যবহারকারীর দেওয়া নির্দেশ অনুযায়ী প্রক্রিয়াকরণের কাজ সম্পন্ন করে। প্রক্রিয়াকরণের কাজ সম্পন্ন হলে তার ফল পাওয়া যায়। একে বলে আউটপুট। প্রক্রিয়াকরণের পর যে সকল যন্ত্রের সাহায্যে ফল পাওয়া যায় তাদেরকে বলা হয় Output Device। যেমনঃ Monitor, Printer, Speaker, Projector, Plotter, Headphone ইত্যাদি।

*

Post a Comment (0)
Previous Post Next Post