বক্তাপক্ষ, শ্রোতাপক্ষ এবং অন্যপক্ষ পুরুষ কাকে বলে?

 বক্তাপক্ষ বা উত্তম পুরুষ : নিজেকে বোঝানোর জন্য কেউ যখন ‘আমি’, ‘আমার’, ‘আমাকে’ ইত্যাদি সর্বনাম পদ ব্যবহার করে, তখন তাকে বক্তাপক্ষ বা উত্তম পুরুষ বলে। অন্যভাবে বলা যায়, যে সর্বনামের দ্বারা বাক্যের বা উক্তির বক্তা নিজেকে বা বক্তার সবাইকে বোঝায়, তাকে বক্তাপক্ষ বা উত্তম পুরুষ বলে।


শ্রোতাপক্ষ বা মধ্যম পুরুষ : প্রত্যক্ষভাবে উদ্দিষ্ট ব্যক্তি অর্থাৎ বক্তার সামনে উপস্থিত শ্রোতা হলো শ্রোতাপক্ষ। বক্তা সামনের কাউকে কিছু বলার সময় সে ব্যক্তির নামের পরিবর্তে যে সর্বনাম ব্যবহার করে, তাকে শ্রোতাপক্ষ বা মধ্যম পুরুষ বলে। যেমন : তুমি, তোমরা, আপনি, আপনারা, তুই, তোরা, তোমার, তোমাদের, তোমাকে, আপনাকে ইত্যাদি।


অন্যপক্ষ বা নাম পুরুষ : অনুপস্থিত বা পরোক্ষভাবে উদ্দিষ্ট সত্তা (ব্যক্তি, প্রাণী, বস্তু) হলো অন্যপক্ষ। অনুপস্থিত কোনো ব্যক্তি বা দূরে অবস্থিত কোনো বস্তু সম্বন্ধে কিছু বলার সময় সে বা তার নামের পরিবর্তে যে সর্বনাম বা বিশেষ্য পদ ব্যবহৃত হয়, তাকে অন্যপক্ষ বা নাম পুরুষ বলে। এর অপর নাম প্রথম পুরুষ। যেমন : সে, তিনি, তারা, তাঁরা, ও, উনি, ওরা, ওঁরা, ইনি ইত্যাদি। সমস্ত বিশেষ্য শব্দই নাম পুরুষ।

*

Post a Comment (0)
Previous Post Next Post