স্প্রেডশিট (বহুনির্বাচনি)

 কলাম ও সারির প্রত্যেকটি উপাদানকে কি বলা হয়?

ক. সেল

খ. রেঞ্জ

গ. চার্ট

ঘ. ফরমুলা

উত্তর : ক


এক্সেলের কলাম ও সারির প্রত্যেকটি উপাদানকে বলে —

ক. সেল

খ. স্প্রেডসিট

গ. রাে কলাম

ঘ. উপরের সবগুলাে

উত্তর : ক


কম্পিউটারে হিসাবনিকাশ করার সাধারণ প্রােগ্রাম কোনটি?

ক. ওয়ার্ড প্রসেসিং প্রােগ্রাম

খ. স্প্রেডশিট প্রােগ্রাম

গ. ডাটাবেজ প্রােগ্রাম

ঘ. প্রেজেন্টেশন প্রােগ্রাম

উত্তর : খ


বিভিন্ন সেলের উপাত্তের মধ্যে পারস্পারিক সম্পর্ক তৈরি করা যায় কোনটিতে?

ক. ওয়ার্ড প্রসেসিং প্রােগ্রাম

খ. স্প্রেডশিট প্রােগ্রাম

গ. ডাটাবেজ প্রােগ্রাম

ঘ. প্রেজেন্টেশন প্রােগ্রাম

উত্তর : খ


বস্তুত কত সালে মেকিনটোশ কম্পিউটার জন্ম নেয়?

ক. ১৯৮০ সালে

খ. ১৯৮২ সালে

গ. ১৯৮৪ সালে

ঘ. ১৯৮৫ সালে

উত্তর : ঘ


কম্পিউটারের হিসাবনিকাশ করার সাধারণ প্রােগ্রাম কী?

ক. ক্যালকুলেটর প্রােগ্রাম

খ. ওয়ার্কশিট প্রােগ্রাম

গ. ডকুমেন্ট প্রস্তুতকরণ

ঘ. স্প্রেডশিট প্রােগ্রাম

উত্তর : ঘ


Spreadsheet হল–

ক. ডাটাবেজ প্রােগ্রাম

খ. প্রােগ্রামিং ল্যাংগুয়েজ

গ. বেসিকের পূর্ণরূপ

ঘ. গণনাকারী প্রােগ্রাম

উত্তর : ঘ


শুধু পরিবর্তিত সংখ্যাগুলাে টাইপ করে দিলে সম্পূর্ণ হিসাব আপনাআপনি পুনর্বিন্যস্ত হয়ে যাবে কিসের মাধ্যমে?

ক. টাইপরাইটারে

খ. এক্সেল স্প্রেডশিটে

গ. স্প্রেডশিটে

ঘ. ওয়ার্কশিটে

উত্তর : গ


মেকিনটোশ সিস্টেমে জনপ্রিয় স্প্রেডসিট কোনটি?

ক. লােটাস

খ. এক্সেল

গ. কোয়াট্রো প্রাে

ঘ. কোরেল ড্র

উত্তর : খ


মেকিনটোশ পার্সোনাল কম্পিউটারের প্রধান স্প্রেডসিট প্রােগ্রাম কোনটি?

ক. মাইক্রোসফট এক্সেল

খ. মাইক্রোসফট ওয়ার্ড

গ. মাইক্রোসফট এক্সেস

ঘ. লােকাস-১২৩

উত্তর : ক


নিচের কোনটি মেকিনটোশ এবং উইন্ডােজ অপারেটিং সিস্টেমে একটি অত্যন্ত জনপ্রিয় স্প্রেডসিট প্রােগ্রাম?

ক. Access

খ. Excel

গ. Clipper

ঘ. Lotus 1-2-3

উত্তর : খ


মাইক্রোসফট কোম্পানি মেকিনটোশ কম্পিউটারের জন্য এক্সেল স্প্রেডসিট প্রােগ্রাম তৈরি করে–

অথবা, কত সালে মাইক্রোসফট কোম্পানি মেকিনটোশের জন্য এক্সেল তৈরি করে?

ক. ১৯৮৭ সালে

খ. ১৯৮৫ সালে

গ. ১৯৭৫ সালে

ঘ. ১৯৭৭ সালে

উত্তর : খ


এক্সেল স্প্রেডশিট প্রােগ্রাম তৈরি করে কোন কোম্পানি?

ক. ন্যাশনাল কোম্পানি

খ. মাইক্রোসফট কোম্পানি

গ. এ্যাপল কোম্পানি

ঘ. সফটওয়্যার কোম্পানি

উত্তর : খ


এমএস কর্পোরেশন কোন কম্পিউটারের জন্য ১৯৮৫ সালে এক্সেল প্রােগ্রাম তৈরি করে?

ক. মেকিনটোশ

খ. আইবিএম পিসি

গ. এ্যাপল

ঘ. ল্যাপটপ

উত্তর : ক


ফোরট্রান কী?

ক. অ্যাপ্লিকেশন সফটওয়্যার

খ. একটি কম্পিউটারের নাম

গ. একটি প্রজন্মের নাম

ঘ. প্রােগ্রামিং ল্যাংগুয়েজ

উত্তর : ঘ


আইবিএম পিসি কম্পাটিবল কম্পিউটারের উইন্ডােজ সিস্টেমের জন্য এক্সেল স্প্রেডসিট প্রােগ্রাম তৈরি করে কত সালে?

ক. ১৯৮৫ সালে

খ. ১৯৮৭ সালে

গ. ১৯৭১ সালে

ঘ. ১৯৭৫ সালে

উত্তর : খ


কত সালে আইবিএম পিসি-এর উইন্ডােজ সিস্টেমের জন্য এক্সেল প্রােগ্রাম তৈরি করেন?

ক. ১৯৮৭ সালে

খ. ১৯৮৫ সালে

গ. ১৯৯১ সালে

ঘ. ১৯৯৩ সালে

উত্তর : ক


মাইক্রোসফ্ট ১৯৮৭ সালে কোন কম্পিউটারের জন্য এক্সেল প্রােগ্রাম তৈরি করে?

ক. IBM

খ. Apple

গ. Macintosh

ঘ. Main frame

উত্তর : ক


কোনটির সাহায্যে বাজার প্রবণতার বিশ্লেষণ ও ভবিষ্যদ্বাণী করা যায়?

ক. মাইক্রোসফট ওয়ার্ড

খ. মাইক্রোসফট এক্সেল

গ. মাইক্রোসফট এক্সেস

ঘ. ফক্সপ্রাে

উত্তর : খ


*

إرسال تعليق (0)
أحدث أقدم