অ্যাপ্লিকেশন সফটওয়্যার কাকে বলে? অ্যাপ্লিকেশন সফটওয়্যার কত প্রকার ও কি কি?

 ব্যবহারিক সমস্যা সমাধান বা ডেটা প্রক্রিয়াকরণের জন্য ব্যবহৃত প্রোগ্রামকে অ্যাপ্লিকেশন সফটওয়্যার (Application Software) বলে। একে ব্যবহারিক সফটওয়্যারও বলা হয়।

অ্যাপ্লিকেশন সফটওয়্যার দুই প্রকার। যথা-

ক. সাধারণ অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ও

খ. অ্যাপ্লিকেশন স্পেসিফিক বা ব্যবহার সুনির্দিষ্ট প্রোগ্রাম।


ক. সাধারণ অ্যাপ্লিকেশন প্রোগ্রাম : সাধারণ অ্যাপ্লিকেশন প্রোগ্রামের সাহায্যে ব্যবহারকারী প্রাত্যহিক জীবনের  গুরুত্বপূর্ণ ও সাধারণ কাজগুলো; যেমন- ওয়েব ব্রাউজ, ই-মেইল, ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিট প্রোগ্রাম, ডাটাবেজ ম্যানেজমেন্ট, গ্রাফিক্স এবং ডেস্কটপ পাবলিশিং ইত্যাদি কাজ সম্পন্ন করতে পারেন।


খ. অ্যাপ্লিকেশন স্পেসিফিক বা ব্যবহার সুনির্দিষ্ট প্রোগ্রাম : কোনো বিশেষ সুনির্দিষ্ট সমস্যা সমাধানের উদ্দেশ্যে ব্যবহৃত নির্দিষ্ট প্রোগ্রামকে অ্যাপ্লিকেশন স্পেসিফিক বা ব্যবহার সুনির্দিষ্ট প্রোগ্রাম বলে। যেমন- হিসাব-নিকাশের কাজে ব্যবহৃত বিভিন্ন ধরনের একাউন্টিং সফটওয়্যার, সেলস ম্যানেজমেন্ট, ইলেকট্রনিক কমার্স, ইনভেন্টরি কন্ট্রোল, পে-রোল সিস্টেম, টিকেট রিজার্ভেশন, ট্রান্সজেকশন প্রসেসিং, ইঞ্জিনিয়ারিং ও বৈজ্ঞানিক ক্ষেত্রে ব্যবহৃত বিভিন্ন সফটওয়্যার।

*

إرسال تعليق (0)
أحدث أقدم