উক্তি বলতে কী বোঝায়? উক্তি কত প্রকার ও কি কি?

 উক্তি বলতে কথা বলার ভঙ্গিকে বোঝায়। যা কিছু বলা হয় তাই উক্তি। আমরা সবসময় নানা ধরনের কথা বলে থাকি– নিজের কথা, অন্যের কথা। এই কথাকেই বলা হয় উক্তি।

উক্তির সংজ্ঞা : কোনো কথা বলার নাম উক্তি ।

উক্তির প্রকারভেদ

উক্তি দুই প্রকার। যথা– (১) প্রত্যক্ষ উক্তি ও (২) পরোক্ষ উক্তি।

১. প্রত্যক্ষ উক্তি : বক্তার হুবহু কথাকে প্রত্যক্ষ উক্তি বলে /Direct Speech। যেমন: রহিম বলল, ‘ফারুক এখন বাড়ি আছে।’

২. পরোক্ষ উক্তি : এক বক্তার কথা অন্য বক্তা পরিবর্তন করে বলাকে পরোক্ষ উক্তি/Indirect Speech বলে। যেমন : রহিম বলল যে ফারুক তখন বাড়ি ছিল।

*

إرسال تعليق (0)
أحدث أقدم