পত্র লিখন এবং রচনা লিখন কাকে বলে?

 পত্র লিখনঃ আমরা দূরে অবস্থানকারী আপনজনদের মধ্যে লেখার মাধ্যমে সংবাদ আদান-প্রদান করে থাকি। একজনের খবর অন্যজনের কাছে লিখে পাঠানোর এই পদ্ধতিকে পত্র লিখন বলে।

একটি আদর্শ পত্রের ছয়টি অংশ থাকে। যেমন–

১. শিরোনাম বা পত্র লেখকের ঠিকানা ও তারিখ।

২. সম্ভাষণ।

৩. মূল বক্তব্য।

৪. বিদায় সম্ভাষণ।

৫. পত্র প্রেরকের স্বাক্ষর।

৬. পত্র প্রাপকের ঠিকানা।

রচনা লিখনঃ কোন একটি বিষয়কে ধারাবাহিকভাবে সাজিয়ে কয়েকটি অনুচ্ছেদে লিখে প্রকাশ করাকে রচনা লিখন বলে।

রচনা সাধারণত তিন প্রকার। যেমন–

ক. বর্ণনামূলক : গরু, বিড়াল, ধান, পাট, চা ইত্যাদি।

খ. ঘটনামূলক : বৈশাখী মেলা,  একুশে ফেব্রুয়ারি, ঈদ উৎসব ইত্যাদি।

গ. চিন্তামূলক : অধ্যবসায়, চরিত্র, সময়ের মূল্য ইত্যাদি।

*

Post a Comment (0)
Previous Post Next Post

Search Ads