গণনার যোজন বিধি ও গণনার গুণন বিধি বলতে কি বুঝায়?

 গণনার যোজন বিধি

যদি কোন একটি কাজ m সংখ্যক উপায়ে সম্পন্ন করা যায় এবং অপর একটি কাজ n সংখ্যক উপায়ে সম্পন্ন করা যায়, তবে ঐ দুইটি কাজ m + n সংখ্যক উপায়ে সম্পন্ন করা যাবে। একেই “গণনার যোজন বিধি” বলা হয়।

উদাহরণ : যদি ঢাকা থেকে কুমিল্লায় সড়ক পথে 3 উপায়ে এবং রেলপথে 2 উপায়ে যাওয়া যায়। তবে (3 + 2) = 5 উপায়ে ঢাকা হতে কুমিল্লায় যাওয়া যাবে।

গণনার গুণন বিধি

গণনার গুণন বিধি হলো– যদি কোন কাজ l সংখ্যক উপায়ে সম্পন্ন করা যায় এবং ঐ কাজের উপর নির্ভরশীল দ্বিতীয় একটি কাজ যদি m সংখ্যক উপায়ে সম্পন্ন করা যায়, তবে কাজ দুইটি একত্রে l × m সংখ্যক উপায়ে সম্পন্ন করা যাবে।

আবার ঐ দুইটি কাজের উপর নির্ভরশীল যদি অপর আরেকটি কাজ n সংখ্যক উপায়ে সম্পন্ন করা যায়, তবে ঐ কাজ একত্রে l × m × n সংখ্যক উপায়ে সম্পন্ন করা যাবে।

*

Post a Comment (0)
Previous Post Next Post

Search Ads