সালোকসংশ্লেষণ ও শ্বসনের মধ্যে সম্পর্ক কি?

 সালোকসংশ্লেষণ এবং শ্বসন জীবদেহের দুইটি প্রধান জৈব রাসায়নিক প্রক্রিয়া। এই দুইটি প্রক্রিয়ার মধ্যে নিবিড় সম্পর্ক রয়েছে। সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদ সৌর শক্তিকে খাদ্যের মধ্যে আবদ্ধ করে, শ্বসনের মাধ্যমে জীবদেহ সেই শক্তিকে বিভিন্ন জৈবিক কাজের জন্য মুক্ত করে। সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় CO2 গ্রহণ করা হয় এবং O2 নির্গত হয়, আবার শ্বসন প্রক্রিয়ায় O2 গ্রহণ করা হয় এবং CO2 নির্গত হয়। এভাবে এ দুটি প্রক্রিয়ার মাধ্যমে বায়ুমণ্ডলে O2 এবং CO2 গ্যাসের সঠিক অনুপাত রক্ষা হয়।

*

Post a Comment (0)
Previous Post Next Post

Search Ads