ক্রসিং ওভার কাকে বলে? ক্রসিং ওভারের গুরুত্ব কি?

 যে পদ্ধতিতে মিয়োসের বিভাজনের প্রথম প্রোফেজে একজোড়া হোমোলগাস ক্রোমোসোমের দুটি নন-সিস্টার ক্রোমাটিডের মধ্যে যে অংশের বিনিময় ঘটে তাকে ক্রসিং ওভার (Crossing over) বলে।

ক্রসিং ওভারের ফলে ক্রোমোজোমের জিনসমূহের মূল বিন্যাসে পরিবর্তন ঘটে এবং লিঙ্কড জিনসমূহের মধ্যে নতুন সমন্বয় বা রিকম্বিনেশন (recombination) ঘটে। কোন ক্রোমোজোম জোড়ায় ক্রসিং ওভারের সংখ্যা এক বা একাধিক হতে পারে। থমাস হান্ট মর্গান (T.H. Morgan, 1866–1945) ১৯০৯ খ্রিস্টাব্দে ভূট্টা উদ্ভিদে প্রথম ক্রসিং ওভার সম্পর্কে বর্ণনা দেন।

ক্রসিং ওভারের গুরুত্ব কি?

১। ক্রসিং ওভারের সহায়তায় ক্রোমোজোমের দেহাংশের বিনিময় হয়। ফলে ক্রোমোজোমের দেহে জিনের নতুন বিন্যাস ঘটে।

২। ক্রোমোজোমে জিনের নতুন বিন্যাসের ফলে জেনেটিক ভ্যারিয়েশন এর সৃষ্টি হয়। জীবের অভিব্যক্তিতে জেনেটিক ভ্যারিয়েশন একটি গুরুত্বপূর্ণ উপাদান। কাজেই এক কথায় বলা যায় ক্রসিং ওভার অভিব্যক্তির সহায়ক।

৩। ক্রোমোজোমদেহে জিনের সরলরৈখিক বিন্যাস (linear arrangement) ক্রসিং-ওভারের সাহায্যেই স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে।

৪। ক্রসিং ওভারের হার নির্ণয় করে কোন ক্রোমোজোমে জিনের অবস্থান নির্ণয় ও ক্রোমোজোম-ম্যাপ তৈরি করা সম্ভব।

৫। কৃত্রিম উপায়ে ক্রসিং ওভার ঘটিয়ে বংশগতিতে পরিবর্তন আনা সম্ভব। কাজেই প্রজননবিদ্যায় ক্রসিং-ওভারের যথেষ্ট ভূমিকা বিদ্যমান।

৬। জিনতাত্ত্বিক গবেষণার ক্রসিং ওভার একটি আকর্ষণীয় বিষয়।


ক্রসিং ওভার সম্পর্কিত আরো কিছু প্রশ্ন ও উত্তর

প্রশ্ন-১। ইন্টারফারেন্স কাকে বলে? বা ইন্টারফারেন্স কি? (What is Interference?)

উত্তরঃ সমসংস্থ ক্রোমোজোম এর কোনো এক স্থানে ক্রসিংওভার ঘটলে, তা কাছাকাছি জায়গায় অন্য কোনো ক্রসিংওভার হতে বাধা দেয়, এই ঘটনাকে ইন্টারফারেন্স বলে।


প্রশ্ন-২। মাল্টিপল ক্রসিং ওভার কাকে বলে? (What is multiple crossing over?)

উত্তরঃ যখন হোমোলোগাস ক্রোমোজোম এর ওপর দুইয়ের অধিক জায়গায় ভাঙ্গন সৃষ্টি হয়ে, ক্রোমাটিড এর মধ্যে অংশ বিনিময় ঘটে, তখন তাকে মাল্টিপল ক্রসিং ওভার বলে।


প্রশ্ন-৩। ডবল ক্রসিং ওভার কাকে বলে? (What is double crossing over?)

উত্তরঃ যখন জোড় বাঁধা হোমোলোগাস ক্রোমোজোম এর উপর দুটি জায়গায় ভাঙ্গন সৃষ্টি হয়ে, ক্রোমাটিড এর মধ্যে অংশ বিনিময় ঘটে, তখন তাকে ডবল ক্রসিং ওভার বলে।


প্রশ্ন-৪। রেসিপ্রোকাল ক্রসিং ওভার কি? (What is reciprocal crossing over?)

উত্তরঃ দ্বি-স্থানিক ক্রসিং ওভারের ক্ষেত্রে যদি একই ননসিস্টার ক্রোমাটিড জোড়ের মধ্যে দু'জায়গায় ক্রসিং ওভার সংঘটিত হয়, তখন তাকে রেসিপ্রোকাল ক্রসিং ওভার বলে।


প্রশ্ন-৫। কম্প্লিমেন্টারি ক্রসিং ওভার কি? (What is complementary crossing over?)

উত্তরঃ যদি দুটি ক্রসিং ওভারের একটি একজোড়া ননসিস্টার ক্রোমাটিড এর মধ্যে ঘটে এবং অপরটি অপর জোড়া ননসিস্টার ক্রোমাটিড এর মধ্যে ঘটে তখন তাকে কম্প্লিমেন্টারি ক্রসিং ওভার বলে।


প্রশ্ন-৬। জিন ম্যাপিং কাকে বলে? বা জিন ম্যাপিং কি? (What is gene mapping?)

উত্তরঃ যে গাণিতিক পদ্ধতির দ্বারা জিনগুলির আপেক্ষিক অবস্থান এবং দূরত্ব নির্ণয় করা যায় তাকে জিন ম্যাপিং বলে।


প্রশ্ন-৭। দ্বি-স্থানিক ক্রসিং ওভার কাকে বলে? বা টু পয়েন্ট ক্রসিং ওভার কি? (What is two point crossing over?)

উত্তরঃ ক্রোমোজোমের উপর পাশাপাশি দুটি জিনের মাঝে একটি জায়গায় ভাঙ্গন সৃষ্টি হয়ে ক্রসিংওভার ঘটলে তাকে দ্বিস্থানিক ক্রসিং ওভার বলে।

*

Post a Comment (0)
Previous Post Next Post

Search Ads