বৃষ্টি কাকে বলে? মেঘ বলতে কী বোঝায়?

 মেঘে অবস্থিত পানির কণাগুলি পারস্পরিক আকর্ষণের কারণে মিলিত হয়ে বড় বড় কণায় পরিণত হয়। তখন আর এরা বায়ুমন্ডলে ভেসে থাকতে পারে না। অভিকর্ষীয় ত্বরণের ফলে নিচের দিকে নামতে থাকে। একেই বৃষ্টি বলে।


মেঘ বলতে কী বোঝায়?


ভূ-পৃষ্ঠ থেকে যত উপরে ওঠা যায় তাপমাত্রা তত কমতে থাকে। ভূ-পৃষ্ঠের সাগর, নদীনালা, খাল-বিল, পুকুর থেকে সূর্যের তাপে জলীয় বাষ্প তৈরি হয়। উত্তপ্ত জলীয় বাষ্প হাল্কা বলে উপরে ওঠে। ক্রমশ যত উপরে উঠে ততই শীতল হয় এবং একটি স্তরে গিয়ে জলীয় বাষ্প ক্ষুদ্র ক্ষুদ্র পানির কণার আকারে পরিণত হয়ে বায়ুতে উর্ধ্বাকাশে ভেসে বেড়ায়। এসব পানির কণার সমষ্টিই মেঘ।


মূলতঃ কুয়াশা ও মেঘ একই। কুয়াশা সৃষ্টি হয় ভূ-পৃষ্ঠ থেকে কিছু উপরে আর মেঘ ভেসে বেড়ায় অনেক উপরে। মেঘের কণা যখন বেশি ভারী হয়ে যায় তখন সেগুলি নিচের দিকে নামতে থাকে। আবার নিচের উষ্ণতায় বায়ুর সংস্পর্শে এসে বাষ্পে পরিণত হয়ে উপরে চলে যায়। মেঘ এভাবে ওঠানামা করে।

*

إرسال تعليق (0)
أحدث أقدم