ম্যালওয়্যার কি? What is Malware in Bangla?

 ম্যালওয়্যার (Malware) হচ্ছে এক ধরনের ক্ষতিকারক প্রোগ্রাম বা সফটওয়্যার যা কারোর সাহায্য ছাড়া নিজে থেকেই নেটওয়ার্কের মাধ্যমে ছড়িয়ে পড়তে পারে। ম্যালওয়্যার কম্পিউটার সিস্টেমের কাঙ্ক্ষিত কর্মসম্পাদনে বাধার সৃষ্টি করে, তথ্য চুরি করে, অবৈধ অনুপ্রবেশ করে। বিভিন্ন ধরনের ম্যালওয়্যার হলো- ট্রোজান হর্স, ওয়ার্ম, ডায়ালার, স্পাইওয়্যার ইত্যাদি।


ম্যালওয়্যার (Malware) কম্পিউটারের কী কী ক্ষতি করে থাকে?


ম্যালওয়্যার যে ধরনের ক্ষতি করে সেগুলো নিচে দেওয়া হলো–


  • ম্যালওয়্যার ব্যবহারকারীর কম্পিউটারে রাখা তথ্য চুরি করে।
  • ব্যবহারকারীর অজান্তে তার কম্পিউটারে প্রবেশাধিকার লাভ করে।
  • কম্পিউটারের অন্তর্গত সিস্টেম ফাইল নষ্ট করে।

*

Post a Comment (0)
Previous Post Next Post