যে সকল শব্দ দ্বারা পুরুষ জাতি, স্ত্রী জাতি, স্ত্রী-পুরুষ উভয় জাতি অথবা কোনো অচেতন পদার্থকে বুঝায়, তাদেরকে লিঙ্গ বলে। যেমনঃ মা, বাবা, গরু, ছাগল, চেয়ার ইত্যাদি।
লিঙ্গের প্রকারভেদ
লিঙ্গ চার প্রকার। যথাঃ
(ক) পুংলিঙ্গ,
(খ) স্ত্রীলিঙ্গ,
(গ) উভয় লিঙ্গ ও
(ঘ) ক্লীব লিঙ্গ।
পুংলিঙ্গ : যে সকল শব্দ দ্বারা পুরুষ জাতি বুঝায়, তাদেরকে পুংলিঙ্গ বলে। যেমন- বাবা, কাকা, দাদা ইত্যাদি।
স্ত্রীলিঙ্গ : যে সকল শব্দ দ্বারা স্ত্রী জাতি বুঝায়, তাদেরকে স্ত্রীলিঙ্গ বলে। যেমন- মা, বোন, চাচী, খালা ইত্যাদি।
উভয় লিঙ্গ : যে সকল শব্দ দ্বারা স্ত্রী-পুরুষ উভয় জাতি বুঝায়, তাদেরকে উভয় লিঙ্গ বলে। যেমন- শিশু, গরু, ছাগল, পাখি ইত্যাদি।
ক্লীবলিঙ্গ : যে সকল শব্দ দ্বারা স্ত্রী বা পুরুষ জাতি না বুঝিয়ে কোনো অচেতন পদার্থ বুঝায়, তাদেরকে ক্লীব লিঙ্গ বলে। যেমন- বই, চেয়ার, টেবিল ইত্যাদি।