ইম্পেক্ট ও ননইম্পেক্ট প্রিন্টার এর মধ্যে পার্থক্য কি?

 ইম্পেক্ট প্রিন্টার

১. যে প্রিন্টার প্রিন্ট হেডের মাধ্যমে প্রিন্ট করে তাকে ইম্পেক্ট প্রিন্টার বলা হয়।

২. এ প্রিন্টারে প্রিন্ট হেড কাগজে স্পর্শ করে।

৩. এ প্রিন্টার ধীর গতিসম্পন্ন।

৪. ছাপা সাধারণ মানের।

৫. প্রিন্টারের মূল্য কম।

৬. প্রিন্টের সময় শব্দ হয়।

৭. উদাহরণঃ ডট ম্যাট্রিক্স প্রিন্টার, লাইন প্রিন্টার ইত্যাদি।

নন-ইম্পেক্ট প্রিন্টার

১. যে প্রিন্টার লেজার রশ্মি বা অন্য কোন প্রযুক্তি ব্যবহার করে প্রিন্ট করে তাকে নন-ইম্পেক্ট প্রিন্টার বলা হয়।

২. এ প্রিন্টারে প্রিন্ট হেড কাগজকে স্পর্শ করে না।

৩. এ প্রিন্টার উচ্চগতি সম্পন্ন।

৪. ছাপা উন্নত মানের।

৫. মূল্য বেশি।

৬. প্রিন্টের সময় শব্দ হয় না।

৭. উদাহরণঃ লেজার প্রিন্টার, থার্মাল প্রিন্টার ইত্যাদি।

*

إرسال تعليق (0)
أحدث أقدم