হার্ডওয়্যার ও সফটওয়্যার বলতে কী বোঝায়?

 হার্ডওয়্যার : কম্পিউটারের যেকোন যন্ত্র বা যন্ত্রাংশকেই হার্ডওয়্যার বলা হয়। হার্ডওয়্যার হাত দিয়ে স্পর্শ করা যায়। যেমন- মাউস, কি-বোর্ড, মনিটর ইত্যাদি কম্পিউটারের হার্ডওয়্যার।

সফটওয়্যার : সফটওয়্যার হলো কম্পিউটারের প্রাণ শক্তি, সফটওয়্যার ছাড়া কম্পিউটার অচল। বস্তুত সফটওয়্যার হল কম্পিউটারের কাজের নির্দেশমালা। হার্ডওয়্যার হাত দিয়ে স্পর্শ করা যায় কিন্তু সফটওয়্যার হাত দিয়ে স্পর্শ করা যায় না।

*

Post a Comment (0)
Previous Post Next Post