ডস (DOS) বলতে কী বােঝায়?

ডস (DOS) অর্থ ডিস্ক অপারেটিং সিস্টেম (Disk Operating system)। কম্পিউটারের জন্য অপারেটিং সিস্টেম একটি গুরুত্বপূর্ণ বিষয়। কোনাে অপারেটিং সিস্টেম ছাড়া কম্পিউটার চালনা করা যায় না। DOS একটি অপারেটিং সিস্টেম। ডস কমান্ড দুপ্রকার; যথা–


অভ্যন্তরীণ কমান্ড: অপারেটিং সিস্টেমের কমান্ড প্রসেসর (COMMAND.COM) যে কমান্ডগুলাে সরাসরি নির্বাহ করে, তাদের অভ্যন্তরীণ ডস কমান্ড বলে। এ সকল কমান্ডের জন্য প্রয়ােজনীয় প্রােগ্রাম সর্বদা প্রধান মেমােরিতে থাকে বলে এগুলাে অত্যন্ত দ্রুত কাজ করে। cls, cd, md, type, del, copy, vol, label এগুলাে হচ্ছে ডসের কয়টি অভ্যন্তরীণ বা Internal ডস কমান্ড।

বহিরাগত কমান্ড: কিছু কমান্ড নির্বাহ করার জন্য প্রয়ােজনীয় প্রােগ্রাম সর্বদা প্রধান মেমােরিতে থাকে না। বরং এগুলো প্রয়ােজনে ডিস্ক হতে পড়ে প্রধান মেমােরিতে আনা হয় এবং তারপর কমান্ড নির্বাহ করা হয়। এ ধরনের কমান্ডকে বহিরাগত কমান্ড বলে। বহিরাগত কমান্ডের জন্য প্রয়ােজনীয় প্রােগ্রাম অবশ্যই ডিস্কে থাকতে হবে। অন্যথায় Bad Command or file name লেখা আসবে। DISKCOPY, FORMAT, DISKFCOMP, EDIT ইত্যাদি বহিরাগত ডস কমান্ডের উদাহরণ।

*

Post a Comment (0)
Previous Post Next Post

Search Ads