ছবি বা ফটো এডিটর সফটওয়্যার কি?এটা দিয়ে কী কী কাজ করা হয়?

 ছবি বা ফটো এডিটর সফটওয়্যার হচ্ছে একটি বিশেষ ধরনের সফটওয়্যার যা দিয়ে ছবির কিছু অংশ পরিবর্তন করা যায়। যেমন- উজ্জ্বলতা বাড়ানো বা কমানো, কোন দাগ মুছা, কোন লেখা যুক্ত, বিভিন্ন ইফেক্ট যোগ, সাইজ কমানো বা বাড়ানো যায়। অ্যান্ড্রয়েড ফোনের জন্য জনপ্রিয় কয়েকটি ফটো এডিটর অ্যাপ হচ্ছে পিকাসা আর্ট, ফটো এডিটর, পেইন্টার ইত্যাদি। এছাড়া গ্যালারি অ্যাপ দিয়েও কিছুটা কাজ করা যায়।

ফটো এডিটর সফটওয়্যার দিয়ে যা যা করা যায়?

  • ছবির কালার পরিবর্তন করা যায়।
  • ছবিরর ব্যাকগ্রাউন্ড  পরিবর্তন করা যায়।
  • ছবির উপরে টেক্সট লিখা যায়।
  • ছবি ক্রোপ করা যায়।
  • ছবির উপর ড্রোইং করা যায়।
  • ছবির উপর থাকা বাজে কোন চিহ্ন থাকলে তা রিমুভ করা যায়।
  • ছবিতে ফেম বসানো যায়।

*

إرسال تعليق (0)
أحدث أقدم