ইংক কার্টিজ (Ink cartridge)
ইংক কার্টিজ হলো কালিযুক্ত একটি আধার যাতে শক্ত কালির দণ্ড বা তরল কালি থাকে। বর্তমানে ইংক কার্টিজে কালির শক্ত নিরেট দন্ডই বেশি ব্যবহৃত হয়। ইংক কার্টিজ সাধারণত বাবল জেট বা ইংকজেট প্রিন্টারে বেশি ব্যবহৃত হয়। প্রিন্টারের মডেল অনুযায়ী ইংক কার্টিজের আকার আকৃতি বড়-ছোট হয়ে থাকে। হেড স্লটে লাগানোর আগে এর টেপটি খুলে নিতে হয়। ইংক কার্টিজ প্যাকেট থেকে খুলে অনেকক্ষণ রেখে দিলে কালি শুকিয়ে যায়।
টোনার কার্টিজ (Tonar cartridge)
লেজার প্রিন্টারে ব্যবহৃত পাউডার জাতীয় কালির আধার হলো টোনার কার্টিজ। সাধারণত প্রিন্টারের মডেলের উপর ভিত্তি করে টোনার কার্টিজ বিভিন্ন আকারের হয়ে থাকে। প্রিন্টারে লাগানোর আগে প্যাকেট থেকে খুলতে হয়। খোলা অবস্থায় রেখে দিলে ছয় মাসের মধ্যেই এটি নষ্ট হয়ে যায়। প্যাকেট অবস্থায় প্রায় আড়াই বছর থাকে।
রিবন কার্টিজ (Ribbon cartridge)
ডট ম্যাট্রিক্স প্রিন্টারে ব্যবহৃত একটি কালিমাখা ফিতার সরঞ্জাম হলো রিবন কার্টিজ। একে প্রিন্টারের হেড স্লটে চাপ দিয়ে সংযোজন করা হয়। রিবন কার্টিজের আকার আকৃতি সাধারণত নির্ভর করে প্রিন্টার মডেলের উপর। প্রিন্টার হেডে সংযোজনের পূর্বে এর Tightening Knoe কে তীর চিহ্নিত দিকে ঘুরিয়ে ফিতার ভাঁজ দুর করা হয়।