কেন হার্ডডিস্ক ব্যবহার করা হয়?

 ডেটা বা তথ্য সংরক্ষণ করার জন্য হার্ডডিস্ক ব্যবহার করা হয়। হার্ডডিস্ক পার্সোনাল কম্পিউটারের জনপ্রিয় ও সবচেয়ে বেশি ব্যবহৃত স্টোরেজ ডিভাইস। হার্ডডিস্কে রাখা তথ্যসমূহ সহজে নষ্ট হয় না বলে প্রয়োজনীয় সকল প্যাকেজ এবং গুরুত্বপূর্ণ তথ্যসমূহ হার্ডডিস্কে সংরক্ষণ করা হয়। হার্ডডিস্ক নষ্ট হওয়া বা মোছনীয় কোনো কমান্ড ব্যতীত এখানকার তথ্যসমূহ নষ্ট হয় না। তবে ভাইরাসের আক্রমণে তথ্য নষ্ট হয়ে যেতে পারে। তাই ভাইরাস থেকে সাবধান থাকলে হার্ডডিস্কের তথ্যসমূহ হারাবার ভয় থাকে না। ডিস্কটি অধিক ধারণক্ষম বিধায় এখানে অনেক তথ্য সংরক্ষণ করা যায়। যে ডিভাইসের সাহায্যে হার্ডডিস্ক চালনা করা হয় তাকে হার্ডডিস্ক ড্রাইভ (Hard disk drive) বা সংক্ষেপে এইচডিডি (HDD) বলে। হার্ডডিস্ক ড্রাইভ এর কাজ হলো তথ্য লিখন ও পঠন এবং এর পরিচালনা ও নিয়ন্ত্রণ করা।

হার্ডডিস্ক ব্যবহারের জন্যে আলাদা ড্রাইভের প্রয়োজন হয় না। ডিস্ক এবং ড্রাইভ একসাথেই সংযোজিত থাকে। এক্ষেত্রে একাধিক ডিস্ক একসঙ্গে পর পর রেখে লিখন ও পঠনের কার্যাবলি সম্পাদন করা হয়। কেসিং-এর মধ্যে কয়েকটি স্কু দ্বারা এটি লাগানো থাকে বিধায় ফ্লপি ডিস্কের ন্যায় এটিকে সহজে এক স্থান থেকে অন্য স্থান স্থানান্তর করা যায় না। অন্যান্য ডিস্কের তুলনায় হার্ডডিস্ক অনেক দ্রুতগতিতে কার্যাবলি সম্পাদন করে।

*

إرسال تعليق (0)
أحدث أقدم