Adobe Photoshop (এডোবি ফটোশপ) কি?

 Adobe Photoshop হচ্ছে একটি Photo Editing Software। নিজের মনের মাধুর্য মিশিয়ে একটি Picture Edit পূর্বক Graphics Design করার জন্য এই প্রোগ্রামের কোন বিকল্প নেই। ইহা Graphics Software নির্মাতা জন ওয়ারনকের এডোবি সিস্টেম ইন কর্পোরেট এর শক্তিশালী ইমেজ এডিটিং Graphics Program। Personal Computer (PC) এর অপারেটিং সিস্টেম Windows, ওয়ার্ডপ্রসেসিং সফটওয়্যার, স্প্রেডশিট এ্যানালাইসিস সফটওয়্যার, ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার ইত্যাদি Software নির্মাতা হিসাবে বিল গেটসের Microsoft এর আধিপত্য যেমন রয়েছে বিশ্বজোড়া, ঠিক অন্যদিকে Multimedia, Graphics Design ইত্যাদি Graphics Software নির্মাতা হিসাবে Adobe Systems বর্তমান বিশ্বে শীর্ষস্থান দখল করে রেখেছে। এডোবি ফটোশপ এর বিভিন্ন শক্তিশালী ফিচার ব্যবহার করে ইমেজ Editing করে বিভিন্ন Color ব্যবহার করে আকর্ষনীয় সব Effect দিয়ে মনের মত উপস্থাপন করা যায়  এটি প্রিন্টিং জগতে, ওয়েবপেজ মাল্টিমিডিয়া এবং অনলাইন গ্রাফিক্স তৈরির জন্য একটি অনন্য শক্তিশালী Graphics Program।

*

Post a Comment (0)
Previous Post Next Post

Search Ads