Accpak ও এসপিএসএস (SPSS) কি?

 Accpak হচ্ছে অর্থ ও হিসাব সংক্রান্ত সফটওয়্যার। Accpak সফটওয়্যার ব্যবহার করে যে কোন বানিজ্যিক অথবা শিল্প প্রতিষ্ঠান তার অর্থ সংক্রান্ত হিসাব নিকাশ খুব সহজে নিয়ন্ত্রণে রাখতে পারে। চাহিদা মাফিক অর্থ ও হিসাব সংক্রান্ত সফটওয়্যার স্থানীয়ভাবে তৈরি করে দেয়া যায়।


আর এসপিএসএস (SPSS) পরিসংখ্যান বিষয়ক একটি সফটওয়্যার। এটি ব্যবহার করে পরিসংখ্যান বিষয়ক সমস্ত কাজ অতি সহজে সম্পন্ন করা যায়। বর্তমানে বাজারে SPSS এর বিভিন্ন ভার্সন প্রচলিত আছে। তার মধ্যে অন্যতম হলো SPSS 10।

*

إرسال تعليق (0)
أحدث أقدم