সমীভবন ও বিষমীভবন কাকে বলে?

 সমীভবন : উচ্চারণের সুবিধার জন্য যখন শব্দ মধ্যবর্তী দুটো ভিন্ন ধ্বনি একে অপরের প্রভাবে সমতা লাভ করে তখন তাকে সমীভবন বলে। যেমনঃ কাঁদনা > কান্না; বদজাত > বজ্জাত ইত্যাদি।

বিষমীভবন : উচ্চারণের সুবিধার্থে একই শব্দের মধ্যকার দুটো সমবর্ণের একটির প্রভাবে অন্যটির পরিবর্তন ঘটলে তাকে বিষমীভবন বলে। যেমনঃ লাঙ্গল > নাঙ্গল; গরম গরম > গরমাগরম; শরীর > শরীল ইত্যাদি।

*

Post a Comment (0)
Previous Post Next Post