পরমাণু কি? পরমাণু আধান নিরপেক্ষ কেন?

 পরমাণু হচ্ছে কোন মৌলিক পদার্থের ক্ষুদ্রতম অংশ যার মধ্যে ঐ মৌলের বৈশিষ্ট্য অক্ষুন্ন থাকে, যা স্বাধীনভাবে অবস্থান করতে পারে না কিন্তু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে। পরমাণু প্রধানত ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন এই তিনটি কণা দিয়ে তৈরি।

পরমাণু আধান নিরপেক্ষ কেন?

আমরা জানি, পরমাণুতে ইলেকট্রন সংখ্যা ও প্রোটন সংখ্যা সমান থাকে। অর্থাৎ একটি পরমাণুতে যতটি ইলেকট্রন থাকে ঠিক ততগুলো প্রোটন থাকে। আর এ ইলেকট্রন ও প্রোটন পরস্পরের ক্রিয়ায় নাকচ হয় ফলে পরমাণু আধান নিরপেক্ষ।

*

Post a Comment (0)
Previous Post Next Post