পরিবর্তী রোধ কি? তড়িৎ ক্ষেত্রের বিভব বলতে কী বোঝায়?

 কখনো কখনো কোনো ইলেকট্রিক সার্কিটে একটি রোধের প্রয়োজন হয়, যেটির মান প্রয়োজনমতো পরিবর্তন করা যেতে পারে। যে ধরনের রোধের মান একটি নির্দিষ্ট সীমার ভেতরে পরিবর্তন করা যায় সেটিকে পরিবর্তী রোধ বা রিওস্টেট বলে। স্থির রোধের দুটি প্রান্ত থাকে, পরিবর্তী রোধে দুই প্রান্ত ছাড়াও মাঝখানে আরেকটি প্রান্ত থাকে, যেখানে পরিবর্তন করা রোধের মানটুকু পাওয়া যায়।

তড়িৎ ক্ষেত্রের বিভব বলতে কী বোঝায়?

মনে করি, +q একটি চার্জ কোন মাধ্যমে রাখা আছে এবং এর চারপাশে অন্য কোন চার্জ নেই। এই অবস্থায় চার্জটি স্থান পরিবর্তনে কোন বাধা আসবে না এবং কোন কাজ করতে হবে না। এখন, +q চার্জের জন্য একটি তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়েছে এবং একটি পরম চার্জ q০ কে এই ক্ষেত্রে আনতে বিকর্ষণ বলের বিরূদ্ধে কাজ করতে হবে। এই কাজই তড়িৎ ক্ষেত্রে তড়িৎ বিভবের পরিমাপ। “অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে ঐ বিন্দুর তড়িৎ বিভব বলে”।

*

Post a Comment (0)
Previous Post Next Post

Search Ads