ব্যাকরণ হচ্ছে ভাষার নিয়ম-কানুন শেখার মাধ্যমে। অর্থাৎ, কোনো ভাষাকে শুদ্ধভাবে লিখতে, পড়তে ও বলতে যে নিয়ম-কানুনের প্রয়োজন হয় তাকে ব্যাকরণ বলে।
ব্যাকরণের কাজ
ব্যাকরণের কয়েকটি কাজ নিচে তুলে ধরা হলো–
- কোনাে ভাষার নিয়ম-নীতি লিপিবদ্ধ করাই ব্যাকরণের প্রধান কাজ।
 - ভাষার বিশ্লেষণ করা ব্যাকরণের কাজ।
 - ভাষার সৌন্দর্য সৃষ্টি করতে ব্যাকরণ সাহায্য করে।
 - ব্যাকরণ ভাষা প্রয়ােগের ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে।
 - ব্যাকরণের মাধ্যমে সুষ্ঠু জ্ঞানলাভ করা যায়।
 - ব্যাকরণ ভাষা ও সাহিত্যের রস গ্রহণেও সহায়তা করে থাকে।
 - ভাষার শিল্প সৌন্দর্য উপলদ্ধির জন্য ব্যাকরণ সাহায্য করে।