সফটওয়্যার ও ফার্মওয়্যারের মধ্যে পার্থক্য কি?

 সফটওয়্যার ও ফার্মওয়্যারের মধ্যে পার্থক্য নিচে তুলে ধরা হলো-


সফটওয়্যার

কম্পিউটার দিয়ে কোন কাজ করার জন্য ধারাবাহিকভাবে সজ্জিত নির্দেশকে সফটওয়্যার বলে। ফার্মওয়্যার ও সফটওয়্যারের অন্তর্গত।

ফার্মওয়্যার ভিন্ন অন্য সফটওয়্যারকে পরিবর্তন, পরিবর্ধন করে নতুন করে ইনস্টল করে কাজ করা যায়।

সাধারণ সফটওয়্যার কম্পিউটারে সক্রিয় থাকলে ইউজারের চাহিদামতাে বিভিন্ন কাজ করে থাকে।

যেকোন গ্রাফিক্স সফটওয়্যার, এপ্লিকেশন সফটওয়্যার ইত্যাদি এর অন্তর্ভুক্ত।

ফার্মওয়্যার

কম্পিউটার তৈরির সময় তাকে পরিচালনা করার জন্য স্থায়ীভাবে রাখা দরকার এমন সব নির্দেশ কম্পিউটার প্রস্তুতকারক কোম্পানি স্থায়ীভাবে কম্পিউটারে সংরক্ষণ করে দেয় যাকে ফর্মওয়্যার বলে।

ফার্মওয়্যার প্রোগ্রামসমূহ ব্যবহার করা যায় তবে মুছে ফেলা যায় না বা কোন রকম পরিবর্তন করা যায় না।

কম্পিউটারে বিদ্যুৎ সংযােগ দেয়ার পর ফার্মওয়্যার প্রোগ্রাম সর্বাগ্রে সক্রিয় হয়ে অন্যান্য সফটওয়্যারকে কার্যোপযােগী করার জন্য প্রধান মেমােরিতে লােড করে।

যেমন রম বায়োস একটি ফার্মওয়্যার। যেমন– বিভিন্ন হার্ডওয়্যারের ড্রাইভার সফটওয়্যার।

*

Post a Comment (0)
Previous Post Next Post