স্কাইপি (Skype) কি?

 স্কাইপি (Skype) হচ্ছে একটি ফ্রি ভিওআইপি সফটওয়্যার। এটি একটি মেসেঞ্জার সফটওয়্যার। এই মেসেঞ্জার সফটওয়্যারটির মাধ্যমে এর ব্যবহারকারীগণ নিজেদের মধ্যে অডিও-ভিডিও চ্যাটিং সুবিধার পাশাপাশি কম্পিউটার থেকে কম্পিউটারে ফ্রিতে এবং কম্পিউটার থেকে প্রচলিত টেলিফোনে স্বল্পমূল্যে বিশ্বব্যাপী কথা বলতে পারেন। এই সফটওয়্যারটি www.skype.com সাইট থেকে ফ্রিতে ডাউনলোড করে নেয়া যায়। ভিডিও কনফারেন্সিং করার জন্য এ সফটওয়্যারটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়।

*

Post a Comment (0)
Previous Post Next Post