কমিউনিকেশন সফটওয়্যার কি? অরক্ষিত সফটওয়্যার বা বাগস বলতে কী বোঝায়?

 কমিউনিকেশন সফটওয়্যার হচ্ছে এক ধরনের সফটওয়্যার, যা একাধিক কম্পিউটার বা ইউজারের মধ্যে ফাইল সিস্টেম, ডেটা, টেক্সট, অডিও, ভিডিও প্রভৃতি ম্যাসেজ আদান প্রদান করার কাজ করে। ই-মেইলিং এবং চ্যাটিং সফটওয়্যারগুলো কমিউনিকেশন সফটওয়্যারের উদাহরণ।

অরক্ষিত সফটওয়্যার বা বাগস  বলতে কী বোঝায়?

সফটওয়্যার প্রোগ্রামে কোনো ধরনের ত্রুটি থাকলে তাকে বাগ (bug) হিসেবে বর্ণনা করা হয়। যেকোনো প্রোগ্রাম তৈরিতে মিলিয়ন মিলিয়ন লাইনের কোড লিখতে হয়। তাই সম্পূর্ণ ত্রুটিমুক্ত প্রোগ্রাম তৈরি করা প্রায় অসম্ভব। বাজারে ছাড়ার সময় অধিকাংশ সফটওয়্যার তৈরিকারী প্রতিষ্ঠানই জানে যে তাদের প্রোগ্রামে বাগ রয়েছে। এজন্য তারা পরবর্তীতে তাদের ওয়েব সাইটে ফ্রি আপডেট, প্যাচ এবং ফিক্স সরবরাহ করে। সেজন্য একটি ভালো বুদ্ধি হলো নতুন কোনো সফটওয়্যারের অরিজিনাল ভার্সন প্রকাশিত হওয়ার সাথে সাথেই সেটি না কিনে বড় ধরনের কোনো বাগ পাবার জন্য অপেক্ষা করা। বাগগুলো ঠিক করা হয়ে গেলে তারপর সফটওয়্যারটি কেনা যেতে পারে। এতে প্রোগ্রামের নিরাপত্তা ঝুঁকি কমিয়ে আনা যায়।

*

Post a Comment (0)
Previous Post Next Post