সংস্কৃত (তৎসম) উপসর্গ : সংস্কৃত ভাষার যেসব উপসর্গ বাংলায় ব্যবহৃত হয়, সেগুলোকে সংস্কৃত বা তৎসম উপসর্গ বলে।
বাংলা ভাষায় বহু সংস্কৃত বা তৎসম শব্দ হুবহু এসে গেছে। সেই সঙ্গে সংস্কৃত উপসর্গও তৎসম শব্দের আগে বসে শব্দের নতুন রূপে অর্থের সংকোচন-সম্প্রসারণ করে থাকে। সংস্কৃত বা তৎসম বিশটি। যেমন- প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অপি, অভি, উপ, আ।
বাংলা উপসর্গ : যেসব অব্যয় নামশব্দের আগে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে, তাদের বাংলা উপসর্গ বলে। বাংলা উপসর্গ মোট একুশটি। যেমন- অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, ঊন, (ঊনা) কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।
বিদেশী উপসর্গ : বিদেশী ভাষার যেসব উপসর্গ বাংলায় ব্যবহৃত হয়, সেগুলোকে বিদেশী উপসর্গ বলে। আরবি ফারসি, ইংরেজি হিন্দি —এসব ভাষার বহু শব্দ দীর্ঘকাল ধরে বাংলা ভাষায় প্রচলিত আছে। এর কিছু খাঁটি উচ্চারণে কতকগুলো বিকৃত উচ্চারণে বাংলায় ব্যবহৃত হয়। এর সঙ্গে কতকগুলো বিদেশি উপসর্গও বাংলায় চালু রয়েছে। দীর্ঘকাল ব্যবহারে এগুলো বাংলা ভাষার সঙ্গে বেমালুম মিশে গিয়েছে। বেমালুম শব্দটিতে 'মালুম' আরবি শব্দ আর 'বে' ফারসি উপসর্গ।