অক্ষর কাকে বলে? অক্ষর কত প্রকার ও কি কি?

 কোনো শব্দের যতটুকু অংশ একটানে বা এক ঝোঁকে উচ্চারিত হয়, তাকে অক্ষর বলে। ছন্দ বিজ্ঞানে অক্ষরকে 'দল' বলা হয়। যেমন :আমি। আমি = আ+মি (এখানে দুটি অক্ষর আছে)।

অক্ষর দুই প্রকার। যথা– ক. স্বরান্ত অক্ষর এবং খ. ব্যঞ্জনান্ত অক্ষর।

ক. স্বরান্ত অক্ষর : যে অক্ষরের শেষে স্বরধ্বনি উচ্চারিত হয়, তাকে স্বরান্ত অক্ষর বলে। যেমন- ভাষা = ভ + আ + ষ + আ; আশা = আ + শ + আ।

খ. ব্যঞ্জনান্ত অক্ষর : যে অক্ষরের শেষে ব্যঞ্জন ধ্বনি উচ্চারিত হয়, তাকে ব্যঞ্জনান্ত অক্ষর বলে। যেমন শীতল = শী + তল; পবন = প + বন।

*

Post a Comment (0)
Previous Post Next Post

Search Ads